নিম্ন আদালতের ৮১ বিচারককে বদলি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১৯:৪৮ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০
সরকার বিভিন্ন পদমর্যাদার ৮১ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলির মাধ্যমে বিচার বিভাগে রদবদল করেছে । গতকাল বৃহস্পতিবার ৪টি পৃথক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের পরামর্শে এই বদলির আদেশ জারি করা হয়।
উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একজন ব্যতীত বদলি হওয়া বিচারকদের ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
জেলা ও দায়রা জজ হিসেবে চট্টগ্রামে বদলি করা ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে ১ সেপ্টেম্বর দায়িত্ব হস্তান্তরের পর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত