নন্দীগ্রামে ২ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১৬:২০ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০০:৩৮
বগুড়ার নন্দীগ্রামে ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ নন্দীগ্রাম কচুগাড়ির গোলাম রব্বানীর ছেলে মাহমুদুল হাসান রকি (২২) ও নন্দীগ্রাম হিন্দুপাড়ার নিরেন চন্দ্র মহন্তের ছেলে সঞ্জয় কুমার মহন্ত (২৮) কে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত