নন্দীগ্রামে ভিজিডি’র চাল বিতরণ
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৮:৩৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৯
বগুড়ার নন্দীগ্রামে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী বাজারে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ভিজিডি’র চাল বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা আশরাফ আলী ও ইউপি সচিব আলমগীর কবির বাবুসহ ইউপি সদস্যবৃন্দ।
ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৪২১ জন সুবিধাভোগীর মাঝে ভিজিডি’র চাল যথারীতিভাবে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, থালতা মাঝগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবামূলক কাজে আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত