নন্দীগ্রামে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১৯:৩৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩
বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে পুজা রাণী (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের কামার পুকুরপাড়ার সুপেন চন্দ্রের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সবার অজান্তে পুজা রাণী একাই বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে পুকুরের পানির মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে। সে হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলো। স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত