নন্দীগ্রামে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৬:১৬ | আপডেট : ৪ মে ২০২৫, ২০:৪৮

বগুড়ার নন্দীগ্রামে মায়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের জিয়াউল হকের ছেলে। রাকিবুল ইসলাম পানাছিটা ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছিলো। রবিবার বেলা আনুমানিক ২ টার দিকে ধুন্দার গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানিয়েছে, রবিবার বেলা আনুমানিক ২ টার দিকে রাকিবুল ইসলাম তার মায়ের সাথে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তার মা তখন পুকুরের পানির মধ্যে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে নেমে তার লাশটি উদ্ধার করে। মাদ্রাসাছাত্র রাকিবুল ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত