নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষ্যে যুবলীগ নেতার গণসংযোগ
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২১, ২০:১৮ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৪
বগুড়ার নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামসহ বিভিন্ন গ্রামে ভোট প্রার্থনায় গণসংযোগ করেছে। গণসংযোগকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। সেইসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
সেসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান নান্টু, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, ভাটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম শুকুর, থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত