নন্দীগ্রামে ছাত্রলীগের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৮ জুন ২০২১, ২০:০২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪

“করোনায় ভয় নয়, সচেতনতায় হবে জয়” এই স্রোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এতিমখানার ছাত্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুন) রাত ৯ টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ নন্দীগ্রাম কলেজপাড়ার মিফ্তাহুল উলুম এতিমখানার ছাত্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। 

এ সময় তার সাথে ছিলেন, এতিমখানার মুহতামিম মাও. আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, রাকিব হোসেন, মেহেদি হাসান, আশরাফুল ইসলাম পায়েল, দেলোয়ার হোসেন, আব্দুল মোমিন, আল-আমিন ও বন্ধন শেখ প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ জানান, এতিমখানার এ সকল ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আমি আমার সাধ্যমত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত