দেশে ফিরছেন সোহেল রানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১৩:৪০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১০

অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি চোখের চিকিৎসা শেষে বুধবার (৯ নভেম্বর) রাতেই দেশে ফিরছেন। বর্তমানে তিনি ছেলে মাশরুর পারভেজকে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন।

মাশরুর পারভেজ ফেসবুক অ্যাকাউন্টে সোমবার রাতে একটি ভিডিও বার্তায় বাংলাদেশে তার বাবাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।

গত ৩০ অক্টোবর চিকিৎসার জন্য সোহেল রানাকে সিঙ্গাপুর নিয়ে যাওয় হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে অসুস্থ হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত