দামাল ছেলে
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১০:৫২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
এম হাবীবুল্লাহ
---------------
ঘর ছেড়েছে দামাল ছেলে
স্বপ্ন নিয়ে স্বাধীনতার
বুকের তাজা রক্ত ঢেলে
গান গেয়েছে মানবতার।
বিল শুকালো ঝিল শুকালো
জল শুকালো চোখের
ছেলেহারা মা জননীর
দিনগুলি যে শোকের।
দিবারাতি সমান তাহার
পুরো অন্ধকার
কে বা তাকে সান্ত্বনা দেয়
সাধ্য আছে কার?
সোনাবরণ মুখটি ছেলের
স্মৃতি হয়ে ভাসে
অপেক্ষাতে থাকে মায়ে
ফিরে নাহি আসে।
লাল সবুজের ঐ পতাকায়
কী যেন কী ভাসে
হারিয়ে যাওয়া দামাল ছেলে
খিলখিলিয়ে হাসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত