তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১২:২৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪
নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।
আপিল বিভাগের আজকের আদেশের ফলে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধন পেতে আইনি বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।
রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন ২০১৮ সালের ১৪ জুন প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে একই বছরের ৪ নভেম্বর হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা আজ খারিজ হলো।
আদালতে ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ইয়াছিন খান। নাজমুল হুদার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান।
পরে আইনজীবী এম হারুনুর রশীদ খান বলেন, নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধন পেতে আইনি বাধা নেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত