ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১৪:৩৯ | আপডেট : ৩ মে ২০২৫, ০৬:০৩

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে দুই বিভাগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে সোমবার (২২ নভেম্বর) দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত