ট্রাক চাপায় কলাবাগানে যুবক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১২:২৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০২

রাজধানীর কলাবাগানে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ২৫ বছর, তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত আহমেদ জানান, কলাবাগান থানাধীন সামুরাই কনভেনশন সেন্টারের সামনে রাস্তায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার ভোরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত