জাতীয় শোক দিবসে লৌহজংয়ে পরিবার পরিকল্পনা বিশেষ ক্যাম্প
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৬:১২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪০
জাতীয় শোক দিবস উপলক্ষে লৌহজং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কনকসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল আলম, ক্যাম্পে সার্জনের দায়িত্ব পালন করেন মেডিকেল অফিসার ডাঃ বিলকিস খানম ।
সহযোগিতা করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুপ্রিয়া বালা তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল কুমার দে, পরিবার কল্যাণ পরিদর্শীকা মমতাজ বেগম, পরিবার কল্যাণ পরিদর্শীকা সালমা খাতুন, সহ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী বৃন্দ। বিশেষ ক্যাম্পে ইমপ্ল্যানন ৭০ জন, গর্ভবতী ১২ জন, সাধারণ রোগী ২২জনকে সেবা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্প সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত