চলতি বিশ্বকাপে পুরো স্কোয়াড খেলিয়ে ব্রাজিলের ইতিহাস
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ১১:৩৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭
চলতি বিশ্বকাপে সেরা স্কোয়াড নিয়ে যে ব্রাজিল মাঠে নেমেছে, এটা কারও অজানা নয়। এবারের আসরের জন্য যখন ২৬ সদস্যের দল ঘোষণা করে তিতে, তখন ফুটবল বিশ্লেষকরা বলেই রেখেছিলেন, এটিই সবার থেকে সেরা দল।আর দলই যখন সেরা, তখন সবাইকে কেন মাঠে নামাবেন না ব্রাজিলিয়ান কোচ?
গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে, সেটি করেও দেখালেন। শুধুমাত্র একজন প্লেয়ারকে মাঠে নামানো হয়নি, তিনি হলেন ওয়েভারতন। এবার সেটিও করে দেখালেন সেলেসাও কোচ। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮১তম মিনিটে আলিসনকে উঠিয়ে পালমেইরাস গোলরক্ষককে নামান তিনি।
স্কোয়াডে থাকা পূর্ণ ২৬ জন সদস্যকে মাঠে নামিয়ে রেকর্ডও গড়লেন তিতে। বিশ্বের প্রথম দল হিসেবে স্কোয়াডের সবগুলো সদস্যকে মাঠে নামিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। এর আগে ২০১৪ সালে ৯১% স্কোয়াড খেলিয়েছেন সেসময়ের সেলেসাও কোচ স্কলারি। ২৩ সদস্যের মধ্যে মাত্র দুইজন মাঠে নামেননি। তারা হলেন জেফারসন ও ভিকতর। এছাড়া ২০০২ বিশ্বকাপেও খেলেছিল ৯১% স্কোয়াড। ২৩ জন সদস্যের মধ্যে মাঠে নামা হয়নি দিদা ও রোসারিও চেনির।
৯১% স্কোয়াড খেলানোর তালিকায় নাম আছে ফ্রান্স ও ইংল্যান্ডেরও। ১৯৩৮ বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলাননি নারিজ ও নিগিনিয়োকে। ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলাননি এডু এবং জিটোকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত