গুলিস্তানে বাস কেড়ে নিল দুই পথচারীর প্রাণ
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ১১:৫৪ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
রাজধানীর গুলিস্তানে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়ার শাখার কর্মকর্তা শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলিস্তানের মুরগিপট্টিতে বাসের চাপায় দুই জন নিহত হয়েছেন। সকাল পৌনে ১০টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে উদ্ধারকর্মীরা গিয়ে দুই জনের মৃতদেহ ও তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে। মৃতদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের দু’জনই পুরুষ।
ওয়ারী থানার ডিউটি অফিসার নুরুল ইসলাম বলেন, গুলিস্তান টোলপ্লাজা এলাকার সামনে এ ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। দায়িত্বরত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত