গাবতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা আমিনুর নিহত

  গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ২০:৩৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

গত ২মার্চ২২ইং বগুড়ায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর ভাবে আহত গাবতলীর সুখানপুকুরের যুবদল নেতা আমিনুল ইসলাম (৪০) শনিবার বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। শনিবার বাদআছর সুখানপুকুরের তেলিহাটা পাথারেরপাড়া তার গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। 

নামাজে যানাজায় অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক সাহাদত হোসেন মুন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন’সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় মুসল্লীগন। মরহুম যুবদল নেতা আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও  কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এদিকে মরহুম যুবদল নেতা আমিনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে মরহুম পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন গাবতলী উপজেলা যুবদল এবং সুখানপুকুর ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ। বিবৃত্তিদাতারা হলেন গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন’সহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মতিয়ার রহমান মতি, আশরাফুল ইসলাম, স¤্রাট মাহরুফ, মশিউর রহমান সুমন, সদস্য আতোয়ার হোসেন গনি, রুবেল মাহমুদ, গোলাম রব্বানী, আব্দুল মতিন, মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ খাজা, সোহানুর রহমান সোহাগ, আলমগীর রহমান, আমিনুল ইসলাম, আব্দুর রব বাশার, আহসানুল হক, মোস্তাফিজার রহমান মিন্টু, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম আক্কাস, ইউনুছ আলী, রতন মিয়া, জনি ইসলাম, শফিক শাহীন, আব্দুল কাদের, ইব্রাহীম খলিলুল্লাহ ও গোলাম রাব্বাী প্রমূখ। এছাড়াও মরহুম যুবদল নেতা আমিনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে মরহুম পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের প্রাং, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, সুমন হোসেন, শহীদ হাসান ঠান্ডু, আল আমিন, সদস্য তৌফিক হাসান মিল্লাত, শাহ আলম, সাখিল, সাইদুল, এরশাদ, বোরহান উদ্দিন চাঁন’সহ ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, মরহুম যুবদল নেতা আমিনুল ইসলাম সুখানপুকুরের তেলিহাটা পাথারেরপাড়া গ্রামের রাজা প্রাং পুত্র।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত