গাংনীতে ইয়াবাসহ দুই জন আটক

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১০:১২ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:১৮

মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাংনীতে ৬০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর আলম বাজার এলাকায় অভিযান চালিয়ে আলফাজ ও ইমরান নামক ২ জনকে ৬০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা গাংনী উপজেলার কাজীপুর মধ্যপাড়ার মোঃ সেন্টু আলীর ছেলে মোঃ আলফাজ আলী (২৫) ও একই গ্রামের মোঃ আজিম উদ্দীনের ছেলে মোঃ ইমরান হোসেন (২৩)। 

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু'র নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডিবির একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাঁদেরকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ১ নং আসামী আলফাজ আলীর বিরুদ্ধে ৮টি মামলা ও ২ নং আসামী ইমরান হোসেনের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত