খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে মেহেরপুরে ছাত্রদলের সমাবেশ

  মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:৩১

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কর্মসূচীর আলোকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসাইন। 

এসময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আকিব জাভেদ সেনজিন, গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা নাজমুল হোসেন। আরো বক্তব্য রাখেন আলমগীর হোসেন চাঁন, রাশেদুল ইসলাম রাজন, আফিরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। 

সমাবেশ পরিচালনা করেন ছাত্রনেতা সাইদুর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন- বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করলে একদফা আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতন ঘটাতে হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত