খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা: সুজন রিমান্ডে
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে আটক হওয়া যুবক সুজনকে (৩৪) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত এই আদেশ দেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, সুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হবে।সিএমএম আদালতের নন জিআর শাখার মুনশি সঞ্জিত চন্দ্র দাসও এ তথ্য নিশ্চিত করেছেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত