কালকিনিতে জাটক বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে কারাদন্ড
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১৫:২০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০২
মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৫ অসাধু ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে কালকিনির মিয়ারহাটে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। দন্ডপ্রাপ্তরা হলো, কোমর বেপারী, মো. সজিব সরদার, শিপন বেপারী, কালাম সরদার, পারভেজ সরদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালকিনির মিয়ারহাটের পাইকারী মাছের আড়কে জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় সেখান থেকে হাতেনাতে আটক করা হয় ৫ অসাধু ব্যবসায়ীকে। পাশাপাশি এক হাজার পাঁচশ’ কেজি জাটকা জব্দ করা হয়। আটক ৫ ব্যবসায়ী প্রত্যেককে জাটকা বিক্রির দায়ে এক বছর করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদি হাসান। এছাড়া জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদী হাসান জানান, জাটকা বিক্রির দায়ে ৫ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত