কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান আহমেদ জানান, সম্প্রতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে একাধিক মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সকল মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে বাসায় তল্লাশি চালিয়ে এ্যানিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাঁকে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১১ অক্টোবর ধানমন্ডি থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত