কাউনিয়া প্রান্তে বিনোদোনের সুব্যবস্থা না থাকায় তিস্তা সেতু এলাকায় উপচে পড়া ভীড়
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ২২:৪১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮
কাউনিয়া উপজেলার মানুষের ঈদ-পূজাসহ বিভিন্ন উৎসবে বিনোদনের তেমন কোন প্রাকৃতিক ও নান্দনিক জায়গা না থাকায় তিস্তা রেলওয়ে ও সড়ক সেতু কে বিনোদনের একমাত্র স্থান হিসেবে বেছে নিয়েছে বিনোদন প্রেমী মানুষেরা। মুসলমান সম্প্রদায়ের দুই ঈদ ও হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজা আর বাংলা নববর্ষে হাজার হাজার মানুষের ঢল নামে তিস্তা নদীর পাড়ে সেতু এলাকায়। তিস্তা পাড়ের নির্মল হাওয়া, নৌকা বাইচ প্রতিযোগিতা ও নৌকা ভ্রমন আনন্দ প্রিয় মানুষকে ক্ষনিকের জন্য হলেও অন্য জগতে নিয়ে যায়। কেউ কেউ শ্যালো চালিত আবার কেউ ডিঙ্গি নৌকা ভাড়া করে তিস্তা নদীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুড়ে বেড়ায়। তিস্তা সেতুর উত্তর প্রান্তে শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে তিস্তা পার্ক। কিন্তু দক্ষিনে অর্থাৎ কাউনিয়া প্রান্তে শিশুদের জন্য এ ধরেনের কোন ব্যবস্থা নেই।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কাউনিয়া প্রান্তে বিনোদনের জন্য পার্ক নির্মানের কথা শোনা গেলেও তার কোন বাস্তবায়ন হয়নি। ঈদের দিনে তিস্তা সেতুর নীচে গ্রামীন ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা বিনোদন প্রেমীদের একটু আলাদা আনন্দ দেয়। তিস্তা সেতু পাড়ে ঘুড়তে আসা বিনোদন প্রেমী বণিক সমবায় সমিতির সভাপতি আঃ ছালাম, ব্যাংকার নুর আমিন, ছাত্র ইমরান জানান, তিস্তা সেতুর দুই প্রান্তে রেল ও সড়ক জনপদের সরকারী অনেক জায়গা রয়েছে এটিকে পর্যটন শিল্পের আওতায় এনে পিকনিক স্পট সহ বিনোদন পার্ক গড়ে তোলা হলে সরকারের যেমন রাজস্ব আয় হবে তেমনি শিশুরাসহ বিনোদন প্রেমী মানুষ নির্মল বিনোদন সুবিধা পেত। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান এখানে একটি বিনোদন স্পট তৈরীর চেষ্টা করছি। নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস জানান একটি প্রকল্পের মাধ্যমে এখানে একটি বিনোদন স্পট তৈরীর পরিকল্পনার কথা শুনেছি, আশা করছি হবে। আনন্দের তেমন কিছু না থাকলেও ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৪/৫ দিনে হাজার হাজার মানুষের পদভীড়ে মুখরিত হয়ে ওঠেছে কাউনিয়ার তিস্তা সেতু এলাকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত