কাউনিয়ায় রিক্সা ভ্যান থেকে পড়ে ব্র্যাকের সেবিকার মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৮:৪৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

কাউনিয়ায় রিক্সা ভ্যান থেকে পড়ে গিয়ে আহত মহিলা জমিলা বেগম (৩৫) নামে ব্র্যাকের এক সেবিকার সোমবার বিকালে মৃত্যু হয়েছে। 

পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার গঙ্গানারায়ণ গ্রামের বাসিন্দা ইউনুছ আলীর স্ত্রী ব্র্যাকের সেবিকা জমিলা বেগম (৩৫) গত রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে রিক্সা ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিল। অন্নদানগর-কাউনিয়া সড়কের বটতলা মোড়ে পৌঁছিলে ঝাঁকনি খেয়ে ভ্যান থেকে ছিঁটকে মাটিতে পড়ে যায়। এতে তার বুকের হাঁড় ভেঙ্গে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত