কাউনিয়ায় মেধাবী দরিদ্র ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৯:২৩ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২২:৪০
কাউনিয়া উপজেলা পরিষদের আয়োজনে রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মেধাবী দরিদ্র ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ ক্যাম্পাসে মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার প্রমূখ। বিভিন্ন বিদ্যালয়ের ২৭জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত