কাউনিয়ায় ফিরে দেখা ২০২১,নতুন সুন্দর ভোরের প্রত্যাশায়...

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:০৯ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:১২

বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনার জন্ম দেয়ায় ২০২১ সাল ছিল কাউনিয়া আলোচিত। দরজায় কড়া নাড়িয়ে আগমনি বার্তা দিচ্ছে ২০২২। নতুন বছরের দরজা খোলার আগে পুরাতন বছরের জানালা খুলে পিছনে তাকালে কাউনিয়ায় ঘটে যাওয়া সুখ দুঃখের নানা ঘটনা রটনা চোখে ভেসে উঠে। বিরোধী দলের তেমন কোন কর্মসুচী ছিলনা বছর জুরে। করনায় মৃত ব্যাক্তির লাশ দাফন নিয়ে নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম এর নিঘুম রাত, করোনা রোগীর বাড়িতে খাদ্য পৌছান। কাউনিয়া কলেজে অধ্যক্ষ নিয়ে নানা জটিলতা, টেপামধুপুর স্কুল এন্ড কলেজে দুই অধ্যক্ষ, পিইসি-ইবতেদায়ী, জেএসসি-জেডিসিতে অটো পাস। এসএসসিতে ২২৬ ও দাখিলে ১৯ জনের জিপিএ ৫ লাভ। 

রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বগির ভিতরে ঢুকে দুর্ঘটনা, ট্রেনের টিকেট এর টাকা দুর্নীতির দায়ে বুকিং ক্লার্ক এর জেলহাজতবাস ও স্টেশন মাষ্টার সাময়িক বরখাস্ত, রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক সংস্কার না হওয়ায় মৃত্যুর মিছিল আর পঙ্গুত্ব বরণ, সৎ পিতা কর্তৃক কন্যা ধর্ষন, হরিচরন লস্কর গ্রামে পিটিয়ে গুরুতর আহত অতঃপর মৃত্যু। প্রায় ১২৪ কেজি গাঁজা, ৩০১ বোতল ফেন্সিডিল, ১৫৬ পিচ ইয়াবা উদ্ধার ও ৯৯জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী খুনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার, হারাগাছ পৌরসভায় পুলিশের হেফাজতে নিহত একজন, মাদক ব্যবসায়ীর হাতে পুলিশ নিহত, বিপুল ভোটে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পৌর মেয়র নির্বাচিত, ফায়ারসার্ভিসের ছোট গাড়ি না থাকায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি, ভুমিহীন হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি প্রদান, প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে ৩২ কিঃ মিঃ রাস্তা পাকা করন, ১০টি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মান সম্পন্ন, ২০টির কাজ চলমান, ৫টি ব·-কালভাট নির্মান, স্বপ্নের একতা সেতুর কাজ সমাপ্ত। 

তিস্তার নদীর ভায়বহ ভাঙ্গন, হঠাৎ বন্যায় কৃষকের ক্ষতি। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া এর ব্যাক্তিগত অর্থায়নে বাঁশ দিয়ে বাঁধ নির্মান। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ৭০১ মেঃ টন বেশী উৎপাদন, গ্রীষ্ম কালীন পেয়াজ ও বস্তায় আদা চাষ, তিস্তার বালু চরে বিষমুক্ত সবজি চাষ, কৃষি যান্ত্রিকীকরণ এর বিকাশ, কৃষকদের মাঝে জৈব সার উৎপাদনে কারখানা স্থাপন। আকাশ চুম্বি পিয়াজের দাম। চায়না রিং জালের ব্যবহার বৃদ্ধি, সরকারী জলাশয়গুলো মৎস্যজীবিদের নামের আরালে বিত্তবানদের দখলে। মাছের উৎপাদন বাড়লেও চাহিদা অনুযায়ী বেশ ঘারতি, ধানের জমি কেটে চলছে মাছ চাষ, মাছ চাষের নামে পানি প্রবাহ বন্ধ করায় ঘটে জলাবদ্ধতা,বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষিদের নেই কোন সরকারী প্রনোদনা। দীর্ঘ ৫০ বছরেও নির্মান হয়নি স্রোটার হাউস, প্রাণী সম্পদ বিভাগে বিভিন্ন রোগের ঔষধ স্বল্পতা, দুগ্ধ খামারীদের বাজার জাতকরণে নানা সমস্যা, গোখাদ্য সংকট ও খাদ্য মূল্যবৃদ্ধি। 

স্বাস্থ্য বিভাগের ২টি এ·-রে মেশিন, ইসিজি মেশিন, রক্ত সংরক্ষন রিফ্রিজেটর অচল, পেথলজি বিভাগ বন্ধ, করোনা টিকা কার্যক্রম চালু থাকলেও টিকা সংকট এবং নিতে আগ্রহের ঘাটর্তি। নিত্য পন্যের বাজার বেসামাল, ৮০ টাকার সয়াবিন ১৬০ আর ডিজেলের একলাফে ১৫টাকা বৃদ্ধি মানুষকে হতাশায় ফেলেছে। শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন ও তিন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত। সকল দুঃখ যন্ত্রনা,কষ্ট কে পেছনে ফেলে আগামী সুন্দর ভালবাসার প্রত্যাশায় ২০২২ সালকে স্বাগত জানাতে চায় কাউনিয়ার মানুষ। নতুন স্বপ্ন আর সম্ভবনার বার্তা নিয়ে হাজির হবে ২০২২ সাল এই প্রত্যাশায়....।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত