কাউনিয়ায় প্রাননাথ চরে অগ্নিকান্ডে নগদ টাকা সহ ২টি ঘর ২টি গরু ভস্মীভূত
প্রকাশ: ৪ মে ২০২১, ২১:০৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৩২
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চরে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডে ২টি ঘর ২ টি গরু নগদ ১ লক্ষ ২ হাজার টাকা ভস্মীভ‚ত হয়ে গেছে। জানাগেছে প্রাণনাথ চরের দরিদ্র কৃষক ইদ্রিস আলী মোলা ১টি ও তার পুত্র লিটন মিয়ার ১টি ঘর আগুনে পুড়ে যায়।
লিটন মিয়া জানায় তার ঘরে থাকা স্থানীয় সমিতি থেকে ঋন নেয়া ও ভুট্টা বিক্রির মোট ১ লক্ষ ২ হাজার নগদ টাকা, ২ টি গরু পুড়ে মারা যায়। ১ টি গরু ও ১ টি ভেড়া অগ্নিদগ্ধ। ঘরে থাকা ধান চাল আসবাবপত্র সহ প্রায় ৩ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। গোয়াল ঘরে দেওয়া মশা তাড়ানো কয়েল থেকে অগ্নিকান্ডের স‚ত্র পাত ঘটে। পরিবার টি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত