কাউনিয়ায় গাভী পালন কারী খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২১, ১৮:৪৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫

কাউনিয়া উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ ক্যাম্পাসে মঙ্গলবার উপজেলার ২২৪ জন গাভী পালন কারীর খামারীদের মাঝে উন্নতমানের দানাদার গো-খাদ্য বিতরণ করা হয়।

উন্নতমানের দানাদার গো-খাদ্য বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, রংপুর জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আঃ জলিল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক দিলদার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম নিশিত কুমার কর্মকার, এনজিও প্রতিনিধি হাফিজুর রহমান রাজু প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত