কাউনিয়ায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১১:২৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। সোমবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জয়নুল আবেদীন, সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, আঃ জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে এবং বাংলাদেশ কে যে ভাবে উন্নয়ন করে যাচ্ছেন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার। সেই সাথে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতা করার আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত