কাউনিয়ায় অসহায় ৩০০ মানুষ পেল আরিফা ফুড প্রোডাক্টসের ঈদ উপহার
প্রকাশ: ৮ মে ২০২১, ১৬:২৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮
কাউনিয়ায় অসহায় হতদরিদ্র ৩০০ মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে আরিফা ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে শনিবার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বস্ত্র উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ উপলক্ষে আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, আতাউর রহমানের পিতা আব্দুল ওহাব, মেয়ে আরিফা, আরিফা ফুড প্রোডাক্টস এর ম্যানেজার রফিকুল ইসলাম, সমাজ সেবক নাসির উদ্দিন, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান এর ব্যাক্তিগত তহবিল থেকে বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নে বস্ত্র উপহার প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত