কাউনিয়ার ইউএনও উলফৎ আরা বেগম এর বদলিজনিত বিদায়
 কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
                                    
                                    প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১৭:০৮ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৩:৩৪
1.jpg) 
                                        
                                    কাউনিয়া উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকালে পরিষদ হল রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মোছাঃ উলফৎ আরা বেগম, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিহাব উদ্দিন শেখ, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও বিভিন্ন উপঠোকন প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে আরও ৩জন কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুজ্জামন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, ওসিএলএসডি শামিমা নাসরিন এর বদলিজনিত বিদায় দেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            