কলকাতা চলচ্চিত্র উৎসবের জুরি তানভীর মোকাম্মেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ১১:৩০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি হচ্ছেন বাংলাদেশি নির্মাতা তানভীর মোকাম্মেল। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে ১৫ থেকে ২২ ডিসেম্বর কলকাতার নন্দনে এ উৎসবের আয়োজন করা হবে। ভারতের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের একটি এটি; এতে মোট সাত ক্যাটাগরিতে চলচ্চিত্র বাছাই ও নির্বাচন করবেন জুরিরা।

১৯৯৫ সাল থেকে কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়ে আসছে। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের উৎসবটি চলতি বছরের এপ্রিলে আয়োজন করা হয়। গতবারের আয়োজন উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দুটি প্রেক্ষাগৃহ ছাড়া রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে সিনেমা প্রদর্শিত হয়েছে।

এবারের আয়োজনে আধুনিক চলচ্চিত্রের ভাষা বিনির্মাণে নতুনত্ব ও অভিনবত্বের ওপর গুরুত্ব আরোপ করা হবে। এবারের আয়োজনে কতগুলো সিনেমা জমা পড়েছে, বিচারকদের মধ্যে আর কে কে থাকছেন, তা এখনো ঘোষণা করেননি আয়োজকেরা।

অক্টোবরের শেষ সপ্তাহে কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে নির্মাতা তানভীর মোকাম্মেলের দুটি কাজ প্রদর্শিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বাম আন্দোলনের প্রেক্ষিতে নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনি ছবি ‘রূপসা নদীর বাঁকে’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত