করোনা ভাইরাস সম্পর্কে মেহেরপুর জেলা প্রশাসনের জনসচেতনতা মূলক প্রচারণা
প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ০৮:৩১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৪র্থ দিনের মতো দিনব্যাপি জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকল পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমীর মোড়, হোটেল বাজার মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, কলেজ মোড়, তাহের ক্লিনিকের সামনে, ওয়াপদা মোড়, বড়বাজার এলাকা, কাথুলী সড়ক, শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান, বড়বাজার মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত, মাহমুদুল হাসান, কাজী মোহাম্মদ অনিক ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গন পৃথক পৃথক ভাবে এ সচেতনতামূলক প্রচারণা চালান । প্রচারণা চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে অযথা বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত