এসো একদিন

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪১ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:১২

নির্তেশ সি দত্ত
-----------------------

একরাত অন্ধকার নিয়ে দাঁড়িয়ে আছি
সূর্যের মত সকাল হয়ে এসো একদিন ভোরে

ধরো- একটু হাঁটলাম দুইজনে পাশাপাশি
একটু বসলাম বারান্দায় চুপচাপ
তা'পর এককাপ চা খেলাম মুখোমুখি

তোমার মন যদি ভালো থাকে সেই সকালে; তবে-
গল্প কিন্তু জমে যেতে পারে নিরন্তর

পাখির গান হয়ে এসো একদিন ভোরে
আমি একরাত নিরবতা নিয়ে অপেক্ষায় আছি...
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত