এসএ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৩, ১১:১৬ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯

কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয় ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পায়। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়। 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত