এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে; প্রশ্ন বুবলীর
প্রকাশ: ১৭ মে ২০২১, ১১:৩৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩
ফিলিস্তিনে অষ্টমদিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। এবার ঢালিউড অভিনেত্রী বুবলীও জানালেন প্রতিবাদ। গতকাল রবিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন :
করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চলেছে ইসরায়েলের!
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে।
নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?
বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত