উপজেলা পরিষদ নির্বাচন, কাউনিয়ায় ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ মে ২০২৪, ২০:০২ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০৪:১৯

  ৮মে সারাদেশে একযোগে ১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুরের কাউনিয়ায় ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ৭ মে মঙ্গলবার দিনভর ভোট কেন্দ্রগুলোতে পুলিশ পাহারায় নির্বাচনি উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলায় মোট ৯৩টি কেন্দ্রের মধ্যে দুর্গম চরাঞ্চলে অবস্থিত কেন্দ্রে গুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনি উপকরণ পাঠানো হয়েছে। বুধবার ভোরে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও সোমবার থেকে নির্বাচনি এলাকায় অবস্থান নিয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৩টি ভোট কেন্দ্রে ৫১৭টি ভোট কক্ষের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ দান পূর্বক তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এসব কেন্দ্রে ২লাখ ৪হাজার ৫৪৩জন পুরুষ, ১লাখ ৫০৯ জন মহিলা ১লাখ ৪হাজার ৩২জন ও ২জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতি কেন্দ্রে ১টি অস্ত্রসহ ১৩জন আনসার এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২জন ও সাধারণ কেন্দ্রে কোথাও ২জন আবার কোথাও ৩জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, আইন শৃংলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪প্লাটুন বিজিবি এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক কাজ করছে। উপজেলায় সার্বক্ষণিক ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তব্যরত রয়েছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত