ইরাকের পার্লামেন্ট ভবনে শত শত বিক্ষোভকারীর হামলা
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১২:৫৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮
ইরাকের পার্লামেন্ট ভবনের নিরাপত্তা অগ্রাহ্য করে ভবনের ভেতরে প্রবেশ করেছে শত শত বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা গত অক্টোবরে প্রধানমন্ত্রী নির্বাচনে বেশি ভোট পাওয়া মোকতাদা আল-সদরের অনুসারী।
বিবিসি জানায়, গতকাল বুধবার (২৭জুলাই) বাগদাদের গ্রিন জোন হিসেবে পরিচিত এলাকায় প্রবেশ করে বিক্ষোভকারীরা। ওই এলাকায় বিভিন্ন দূতাবাসের অফিসসহ পার্লামেন্ট ভবনের পাশাপাশি বহু সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।
বিক্ষোভকারীরা যেসময় ভবনের ভেতরে প্রবেশ করে তখন কোনো সংসদ সদস্য পার্লামেন্টের ভবনে উপস্থিত ছিলেন না। বিক্ষোভকারীদের পার্লামেন্টের বিভিন্ন অংশের ছবি তোলা, গান গাওয়া, টেবিলের উপরে শুয়ে থাকতে দেখা গেছে।
দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি অবিলম্বে পার্লামেন্ট ভবন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার ইরাকে জাতিসংঘের মিশনের পক্ষ থেকে বলা হয়, যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ এবং আইনিভাবে বিক্ষোভ করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভকারীদের আন্দোলনের অধিকার রয়েছে।
জানা যায়, শিয়া নেতা আল-সাদর গত অক্টোবরে নির্বাচনে বেশি আসন পেলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে সরকার গঠন করতে পারেননি। সম্প্রতি, মোহাম্মদ আল-সুদানি নামে নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
জনাব আল-সদর ইরাকে আমেরিকার আগ্রাসনের বিরোধিতা করেছিলেন। তিনি বিরোধীদের সঙ্গে জোটবদ্ধভাবে রাজনৈতিক দল গঠন করতে না চাওয়ার কারণে নতুন সরকার গঠন করা সম্ভব হচ্ছে না।
২০১৬ সালেও জনাব সদরের সমর্থকরা পার্লামেন্টের ভবনের ভেতরে প্রবেশ করেছিল।
গত অক্টোবরে ইরাকের পার্লামেন্টে ৩২৯ আসনের জন্য নির্বাচিত হয়। ওই নির্বাচনে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছিল। তার মধ্যে বাগদাদে ভোটের হার ছিল ৩১ থেকে ৩৪ শতাংশের মধ্যে। আর ৭০টির বেশি আসন পেয়েছিল সদরের দল। সরকার গঠনের ক্ষেত্রে যা উল্লেখযোগ্য প্রভাব রাখার জন্য যথেষ্ট ছিল।
এছাড়াও, সংস্কারপন্থী প্রার্থীরাও বেশ কয়েকটি আসন পেয়েছিল। আর নির্বাচনে কুর্দি দলগুলো পেয়েছিল ৬১টি আসন। এর মধ্যে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৩২ আসন। সুন্নি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আ-হালবুসি তাকাদ্দুম কোয়ালিশন পেয়েছে ৩৮টি আসন। নুরি আল-মালিকির স্টেট অব ল জোট পেয়েছে ৩৭টি আসন।
সেসময় সদর বিদেশি হস্তক্ষেপমুক্ত জাতীয়তাবাদী সরকারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে, বিক্ষোভকারীদের মতে সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া মোহাম্মদ আল-সুদানির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একারণেই বিক্ষোভকারীরা তার মনোনয়ন বাতিলের দাবিতে পার্লামেন্ট ভবনে বিক্ষোভ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত