আবারও পেছালো মির্জা আব্বাসের দুদকের মামলার রায়
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:২৭ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হয়নি। মামলার রায় ঘোষণা পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে এদিন রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত রায় ঘোষণার নতুন এদিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২২ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে ১২ ডিসেম্বর ধার্য করা হয়। কিন্তু ওইদিনও রায় ঘোষণা করা হয়নি। বিচারক ২৮ ডিসেম্বর নতুন দিন ধার্য্য করেন। আজও পেছানো হলো রায়ের দিন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত