আদমদীঘির বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুন্দগ্রাম তালুকদার পাড়ার ব্যবসায়ী গোলাম কিবরিয়া তালুকদার (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি---- রাজিউন) গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে তিনি ফজরের নামাজ আদায় করার পর বাড়ির পাশে মাছচাষ পুকুর দেখতে গিয়ে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সেখানে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে নাতিসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। ওইদিন বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়। মরহুম গোলাম কিবরিয়া তালুকদারের মৃত্যুতে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, জৌষ্ঠ যুগ্ম সম্পাদক হাজী এস মাসুদ আহমেদ, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনুর রহমান তালুকদার, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহসভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত