আদমদীঘিতে ১০ দফা দাবী ও বিদ্যুতের মূল্য কমানোর
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এবং ১০ দফা দাবি, বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল সোমবার বিকেলে আদমদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি শাহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সাবেক ছাত্র নেতা মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, বিএনপি নেতা ইউনুছ আলী দুলাল, উপজেলা যুবদল নেতা রিয়ন সরকার, শাহিনুর ইসলাম শাহিন, মিনহাজুল ইসলাম মিনহাজ, জুয়েল হোসেন, সাগর হোসেন, শ্রমিক দল নেতা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রদল সভাপতি মহিবুল ইসলাম শাকিব প্রমুখ।
এই সময় বক্তারা বলেন দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। দলীয় নেতা কর্মীদের আটকের মাধ্যমে তাদের এই আন্দোলন কে ঠেকানো যাবেনা। ১০ দফা দাবি মেনে নিয়ে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই সংকট দূর করার আহবান জানান নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত