নির্বাচন পরবর্তী সহিংসতা
আদমদীঘিতে বিজয়ী চেয়ারম্যানের এজেন্টের বাড়ীতে হামলা-ভাংচুর
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৫
ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের সাঁওইল পশ্চিম পাড়ায় বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত বুধবার আনুমানিক রাত ১২ টায় পরাজিত প্রার্থী উজ্জল হোসেনের সমর্থক প্রায় ৮/১০ কর্মী বিজয়ী প্রার্থী বিএনপি সমর্থন করা চেয়ারম্যান গোলাম মোস্তফার সমর্থক ও সাঁওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের এজেন্ট নূরুজ্জামান হোসেন জুয়েলের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে আদমদীঘি থানা পুলিশ।
হামলার স্বীকার ও ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান জুয়েল জানান, গত বুধবার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চেয়ারম্যান প্রার্থী সহ আমরা আদমদীঘি উপজেলায় ফলাফল নিতে যাই। সেখানে ফলাফল ঘোষনা শেষে আমি বাড়ী ফেরার পথে সাঁওইর বাজারে অবস্থান করা দুস্কৃতিকারী আমাদের মোটরসাইকেলের পথরোধ করে আমাদের অশ্লীল ভাষায় গালি গালাজ করে এবং আমাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে আমাদের মারতে ধাওয়া করলে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ীর উদ্দেশ্যে যাই। সাথে সাথে তারাও আমাদের ধাওয়া করে। আমি সহ কয়েকজন দ্রুত মোটরসাইকেল সহ বাড়ীতে ঢুকে পড়লে তারা আমার বাড়ীতে হামলা করে ২টি দরজা, ৫টি থাই জানালা ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
এ ব্যাপারে পরাজিত প্রার্থী উজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, এ ঘটনা রাতেই জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত