আদমদীঘিতে ঝড়ের কবলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন
প্রকাশ: ২১ মে ২০২২, ২০:১৩ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:০৪
ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কালবৈশাখী ঝড়ের কারনে রেল লাইনের উপরে গাছ ভেঙ্গে পড়ায় প্রতিবন্ধকতায় পড়ে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম পুরাতন রেল স্টেশনের সামনে। প্রায় আধা ঘন্টা ট্রেন বন্ধ থাকার পর গাছের ডালপালা সরিয়ে নেয়া হলে ট্রেনটি গন্তব্যে দিকে ছেড়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম রেল লাইনের উপরে গাছ পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,শুক্রবার গভীর রাতে হঠাৎ করে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। এতে করে সান্তাহার থেকে সৈয়দপুর রেল পথের আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম পুরাতন রেল ষ্টেশনের সামনে রেল লাইনের উপরে অনেক পুরাতন একটি বট গাছ ঝড়ে উপরে পড়ে। যার কারনে শনিবার সকাল ৭টায় ঢাকা থেকে কুড়িগ্রামগ্রামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌছনোর পর রেল লাইনে পড়া গাছের কারনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে ভেঙ্গে পড়া গাছটি সরানোর পর ট্রেনটি নিজ গন্তব্যের দিকে ছেড়ে যায়। বর্তমানে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত