আদমদীঘিতে কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২৬ ফেব্রুয়ারি) রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আবু রায়হান শরিফকে আহবায়ক এবং আরিফুল ইসলাম কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও রায়হান আলীকে সদস্য সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত এই কমিটি জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা শাখার আহবায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি ও সদস্য সচিব এনামুল হক সুমন এই আহবায়ক কমিটির অনুমোদন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত