আজ থেকে পাওয়া যাবে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১১:০৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৩
ঈদুল ফিতর উপলক্ষ্যে রোববার [৯ এপ্রিল] থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন [বিআরটিসি] বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষ্যে ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি। যা চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
বিআরটিসি জানায়, ঈদের অগ্রিম টিকিট মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে জরুরি সেবার জন্য ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে ৬০টি বাস রাখা হবে।
এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর-১২ নম্বরের বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর ও চন্দ্র বাস টার্মিনালে থাকবে।
জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলায় বিআরটিসির বাস চলাচল করবে। প্রতি বছরের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য এবারও বাস বুকিং দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত