আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত দি মারিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২২, ১১:০০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬

আনহেল দি মারিয়াকে নিয়ে শঙ্কাটা আগে থেকেই ছিল। বিশ্বকাপের আগে ঊরুর চোট থেকে সেরে উঠবেন কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। যদিও সেই শঙ্কার মেঘ কাটিয়ে দ্রুত ফিরে আসেন দি মারিয়া।

তবে চোট থেকে ফিরে পুরোনো ছন্দে তাঁকে দেখা যাবে কি না, সেই প্রশ্নও ছিল। শুরু থেকে মাঠে থাকলেও দি মারিয়াকে এখনো নিজের সেরা ছন্দে দেখা যায়নি। এবার মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে ফিরে এসেছে এই উইঙ্গারের পুরোনো ঊরুর চোট। এই চোটে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত তিনি।

 পোল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরার’ শুরু থেকেই মাঠে ছিলেন দি মারিয়া। মাঝেমধ্যে পুরোনো ঝলক দেখা গেলেও সেরা ছন্দে ছিলেন, তা বলা যাবে না। এর মাঝে ম্যাচের ৫৯তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন লিওনেল স্কালোনি। তখনই দি মারিয়ার চোট নিয়ে নতুন করে শঙ্কা জাগে।

ম্যাচ শেষে স্কালোনি নিজেই পুরো বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি।’রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট রাউন্ডে খেলবে স্কালোনির দল। দি মারিয়াকে সেই ম্যাচে পাওয়া যাবে কি না, এমন প্রশ্ন উঠেছিল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

স্কালোনির উত্তরে দি মারিয়া খেলবেন কি না, সে বিষয়ে অবশ্য পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি, ‘গতকাল আমরা পুরোদমে অনুশীলন করিনি। মূলত আমরা অস্ট্রেলিয়া দলটাকে নিয়ে বিশ্লেষণ করেছি। আজ অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত