আইনানুসারে খালেদা জিয়ার অংশ নেওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১৫:৫০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আইন অনুসারে তার নির্বাচনে বাধা রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানিয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে তিনি পারবেন না। তবে আমার মনে হয়, আইন অনুসারে তিনি নির্বাচন করতে পারবেন না। 

সংবিধানের নির্বাচনে অযোগ্যতা সংক্রান্ত ৬৬ অনুচ্ছেদ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত। বিএনপির সেক্রেটারি জেনারেল অনেক দেশীয় আইন মানেন না। তাদের পক্ষে অনেক রকম কথা বলাটা যে খুব একটা সারপ্রাইজিং তা না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত