অবশেষে ওসি প্রদীপের স্ত্রীর আত্মসমর্পণ, পাঠানো হল কারাগারে

  চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২২, ১৩:৫৯ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:১৪

দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন টেকনাফের বরখাস্তকৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সোমবার (২৩ মে) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে  চুমকি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হকের সহকারী অ্যাডভোকেট সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, চুমকির ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকা। বাকি সম্পদ অর্থাৎ ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

উল্লেখ্য, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ বর্তমানে কারাগারে আছেন। তার স্ত্রী এতদিন পলাতক ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত