মরিচ ক্ষেতে বিষ প্রয়োগে কৃষকের মৃত্যু
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১৯:২১ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৪
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে মরিচ ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় হাসেম আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম মধ্যপাড়ার হাবিল মন্ডলের ছেলে হাসেম মন্ডল (৫০) রবিবার দুপুরে তার নিজের মরিচ ক্ষেতে হাত মিশিন দিয়ে বিষ প্রয়োগ করছিল। এসময় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ছাতিয়ানগ্রাম বাজারের স্থানীয় এক পল্লী চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। বিষক্রিয়ায় হাসেম মন্ডল বিকাল পৌনে চারটার সময় নিজ বাড়িতে মারা যায়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত