" বৃষ্টি আর তুমি "- ইভা আলমাস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯
" বৃষ্টি আর তুমি "
ইভা আলমাস
-----------------
বৃষ্টি আর তুমি
যেন এক সুতোয় গাঁথা।
প্রকৃতির কোল বেয়ে বৃষ্টি নামে
তুমি নামো স্মৃতির ঝুলে
বিশাল বারান্দা পেরিয়ে ধীর পায়ে
নেমে আসো সিক্ত অনুভবে
বাতাসের পায়ে পায়ে হেঁটে বেড়াও
পুরনো সৈকতের অলিন্দে।
মিহি রোদে শুকিয়ে যায় ক্ষত
মধ্য রাতের অর্ধ নগ্ন দৃশ্যপটে
জাল ফেলো আবার
বিছিয়ে দাও অতীতের মনস্তাপ।
মৃত্যুর পাহাড়ে ঘর বাঁধো অচঞ্চল
শেষ প্রহরে ফিরিয়ে দাও নি:স্ব প্রাণ।
সংযত হও, স্মৃতির কল্লোলে
যে অতীত তোমার অভিজ্ঞান
তা আজ দূর পরাহত
ভুলে গেছি প্রথম দিন কে হাত রেখেছিলো হাতে
আস্তে আস্তে পা ফেলে ফিরে যাও
ফেলে যাও অতীতের জঞ্জাল
বাইরে উত্তরের হাওয়া
তার কাছেই সঁপে দাও
অভ্যস্ত স্মৃতির বিড়ম্বনা...
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত