খিলাফত প্রতিষ্ঠার দাবিতে প্রেসক্লাবে মতবিনিময় সভা
প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১৪:১৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬
নবুয়াতের ধারায় খিলাফত প্রতিষ্ঠার দাবিতে ২ রা নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তারা তিন দফা তুলে ধরেন। দাবিগুলো হলো: ১) জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। ২) কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে সংবিধান প্রণয়ন ও বাস্তবায়ন করা। ৩) নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষেত্রে নবুয়াতের ধারায় খিলাফত প্রতিষ্ঠা করা।
সংগঠনের নায়েবে আমীর ড. মাওলানা একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা ইসমাইল ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,সংগঠনের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আমিরুল ইসলাম, ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, হানিফ খান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব কুমিল্লার ডিন প্রফেসর ড. হানিফ খান, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সরকার, মাওলানা মোর্শেদ আলম সালেহী, মাওলানা আবু জাফর ছালেহী, নাসির উদ্দিন টগর, অধ্যক্ষ মাওলানা মজির উদ্দিন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মহিব্বুল্লাহ জামী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত